জাগো বাংলা ইউএসএ :
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতে কমলা হ্যারিসের চেয়ে অনেক এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ট্রাম্পের কাছাকাছি চলে আসেন কমলা।
যদিও এ মুহূর্তে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। কারণ, সিনেট ইতোমধ্যে ট্রাম্পের দখলে চলে গেছে, প্রতিনিধি সভাতেও এগিয়ে রিপাবলিকানরা। পাশাপাশি সাতটি সুইং স্টেটের মধ্যে দুটিতে জয়ী হয়ে ট্রাম্পের শক্তিশালী অবস্থান নিশ্চিত উঠেছে।
এমন আবহে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস পূর্বাভাস দিয়েছে, আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয়লাভ ৯৫ শতাংশ নিশ্চিত।
সংবাদমাধ্যমটির চূড়ান্ত পূর্বাভাস, ভোট গণনা শেষে ট্রাম্প পাবেন ৩০২টি ইলেক্টোরাল ভোট। কমলা পাবেন ২৩২টি।
তবে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সর্বশেষ (বাংলাদেশ সময় দুপুর ১টা ১১ পর্যন্ত) আপডেট বলছে, এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৪৮ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রার্থীকে ইলেক্টোরাল ভোটে ন্যূনতম ২৭০ ভোট পেতে হবে। সেই পথে আর মাত্র ২২টি বাকি ট্রাম্পের।
অবশ্য ফক্স নিউজের দাবি, ট্রাম্প পেয়েছেন ২৬৭ ও কমলা ২২৬টি ভোট।
বিবিসির খবর, সাত সুইং স্টেটের মধ্যে নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার ১৬টি করে মোট ৩২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প। পাশাপাশি মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনেও শক্তিশালী অবস্থানে আছেন তিনি।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA