ক্রীড়া ডেস্ক:
হারের পর বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। আঙুলে চোট পাওয়ায় সিরিজের বাকি দুটি ম্যাচ খেলতে পারবেন না মুশফিক। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ গড়াবে।
আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে, উইকেটের পেছনে বল ধরতে গিয়ে বাম তর্জনীর ডগায় চোট পান মুশফিক। ম্যাচের পরে এক্স-রে রিপোর্টে দেখা যায় আঙুলের জয়েন্টে চিড় ধরা পড়েছে।
জাতীয় ক্রিকেট দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘মুশফিক বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে থাকছেন না। তার অবস্থা এবং পুনরুদ্ধারের সময়কাল পরবর্তীতে জানানো হবে।’
আফগানিস্তান সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হওয়া সিরিজে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে চোটের কারণে শঙ্কা দেখা দিয়েছে তার খেলা নিয়ে।