মো: সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার পথে ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তাজউদ্দীন (৫৩) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (৬ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন সদর থানা ও ৭নং বোরহান উদ্দিন পৌরসভার আব্দুল গনির ছেলে।
তিনি ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২রা অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার ও আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদ করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজউদ্দীনের নিজ এলাকা ভোলায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে বিস্ফোরক মামলার একজন এজাহার ভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। সমস্ত কার্যক্রম শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA