শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
জাগো বাংলা / ৮০ টাইম ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা প্রতিনিধি :

শরণখোলায় গাছ থেকে পড়ে নূরুল হক ফরাজি (৫২) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওই গ্রামের মৃত কাসেম ফরাজির ছেলে।

নিহতের জামাতা ইউনুচ হাওলাদার জানান, তার শ্বশুর পেশায় একজন গাছ কাটা শ্রমিক। প্রতিদিনের মতো তিনি একই গ্রামের ইব্রাহিম হাওলাদারের বাড়িতে চুক্তিতে একটি রেইনট্রি গাছ কাটতে যান। তিনি গাছে উঠে ডাল কাটার সময় প্রায় ১৫ ফুট ওপর থেকে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা  মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ  মো. শহিদুল্লাহ বলেন, গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবর তার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে আইগত ব্যবস্থা গ্রহন করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ