তথ্য-প্রযুক্তি ডেস্ক:
গুগল ম্যাপস ব্যবহার করে বিভিন্ন স্থানের অবস্থান জানার পাশাপাশি সেখানে যাওয়ার দিকনির্দেশনাও দেখা যায়।এমনকি কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটি স্থানের দূরত্ব, যেতে কত সময় লাগবে, ট্রাফিক পরিস্থিতি কেমন, সেটি জানার পাশাপাশি চাইলে নিজের অবস্থানের তথ্যও অন্যদের জানানো সম্ভব।
আর তাই অনেকেই নিয়মিত গুগল ম্যাপস ব্যবহার করেন। বর্তমানের তুলনায় দ্রুত বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ দিতে এবার গুগল ম্যাপসে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) চ্যাটবট জেমিনি যুক্ত করেছে গুগল।
এর ফলে গুগল ম্যাপসে দ্রুত গন্তব্যের বিস্তারিত তথ্য খুঁজে পাওয়ার পাশাপাশি বিভিন্ন তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা। জেমিনির পাশাপাশি গাড়িচালকদের জন্য গুগল ম্যাপসে বেশ কিছু নতুন টুলও যুক্ত করেছে গুগল।
গুগলের তথ্যমতে, জেমিনি যুক্ত হওয়ায় গুগল ম্যাপস এখন ব্যবহারকারীদের চাহিদা বুঝে দ্রুত প্রাসঙ্গিক তথ্য দেখাতে পারবে। অর্থাৎ বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করলেই স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের অবস্থানের আশপাশে থাকা লাইভ মিউজিক ভেন্যু বা ক্যাফেগুলোর স্থান সুপারিশ করবে গুগল ম্যাপস।
এমনকি ব্যবহারকারীদের রিভিউ বিশ্লেষণ করে বিভিন্ন প্রশ্নের উত্তরও জানাবে। প্রাথমিকভাবে সুবিধাটি যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যাবে।
জেমিনি ছাড়া গুগল ম্যাপসে যুক্ত হওয়া টুলগুলো কাজে লাগিয়ে গন্তব্যে যাওয়ার পথে বিরতি নেওয়ার স্থানের তথ্যও জানতে পারবেন গাড়িচালকেরা। চাইলে পথের আশপাশে থাকা আকর্ষণীয় স্থান, রেস্তোরাঁ বা দর্শনীয় স্থানের তথ্যও যোগ করা যাবে। এর পাশাপাশি গন্তব্যে যাওয়ার আগে স্থানীয় আবহাওয়া, বন্যা বা তুষারপাতের আগাম তথ্য দেখারও সুযোগ মিলবে।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA