শেখ মোহাম্মদ আলী, বিশেষ প্রতিনিধি :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শরণখোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রায়েন্দা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
মোল্লা ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, মেজর (অবঃ) মোস্তফা কামাল
ফকির ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শরণখোলা উপজেলা বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল
গাজী, তালুকদার মোঃ মধু, বিএনপি নেতা মহিউদ্দিন বাদল, মনিরুজ্জামান তালুকদার, সাউথখালী
ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, যুবদল নেতা শহীদুল ইসলাম লিটন, মোঃ
ওলিউল্লাহ, সাবেক ছাত্রদল নেতা আবুল বাশার খান প্রমূখ।
বক্তারা দলীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন
সংগ্রাম জোরদার করাসহ দ্রুতসময়ের মধ্যে দেশে একটি অবাধ নিরপেক্ষ সাধারন নির্বাচনের আয়োজন
করার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন।