জাগো বাংলা ইউএসএ :
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট কে হচ্ছেন তা আগেই জানা গিয়েছিলো। তবে দোদুল্যমান রাজ্য, অ্যারিজোনাতে ভোটের ফলাফল বাকি ছিল। অবশেষে চারদিন ধরে ভোট গণনার পর, এই রাজ্যের ফলেও ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, রিপাবলিকান এই প্রার্থী সাতটি দোদুল্যমান রাজ্যেই জয় পেলেন।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে, অ্যারিজোনা রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এই রাজ্যে ১১টি ইলেক্টোরাল ভোট পাওয়ার মাধ্যমে, ট্রাম্প মোট ৩১২ ইলেক্টোরাল ভোট জিতে নেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কমলা হ্যারিসের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২২৬টি।
অ্যারিজোনায় জয়ের মাধ্যমে, রিপাবলিকানরা তাদের হারানো এ রাজ্য ফিরে পেল। এর আগে ২০২০ সালে, এ রাজ্য জিতেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ২০১৬ সালে এ রাজ্যে জিতেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে, একজন প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। অ্যারিজোনার ফলের আগেই ট্রাম্প, ৩০১টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেন।
এ ছাড়া ট্রাম্পের রিপাবলিকান পার্টি এরই মধ্যে, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবে নিম্নকক্ষ হাউজে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
এদিকে আগামী বুধবার, (১৩ নভেম্বর) হোয়াইট হাউজে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সাক্ষাৎ করবেন।
শনিবার (৯ নভেম্বর) হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, বাইডেন ও ট্রাম্প আগামী বুধবার স্থানীয় সময়, সকাল ১১টায় ওভাল অফিসে সাক্ষাৎ করবেন।
বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মন্ত্রিপরিষদ গঠনে সম্ভাব্য তালিকা নিয়েও চলছে বিচার বিশ্লেষণ।
মার্কিন গণমাধ্যম ও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের টিম এরই মধ্যে কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পরিকল্পনা শুরু করেছে। সেইসঙ্গে অর্থনীতি চাঙ্গা, ও মূল্যস্ফীতি রোধেও কাজ চলছে।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA