নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিগত আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনতে সিঙ্গাপুরের সহায়তা চেয়েছেন। রোববার (১০ নভেম্বর) সিঙ্গাপুরের রাষ্ট্রদূত দারেক লোহ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ সহায়তার আহ্বান জানান।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, "বাংলাদেশ থেকে সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। এ অর্থ ফেরত আনতে আমাদের সিঙ্গাপুরের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।" এ প্রসঙ্গে ঢাকাকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত লোহ।
প্রধান উপদেষ্টা আরও আহ্বান জানান, বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ এবং নিয়োগের খরচ কমাতে সিঙ্গাপুর যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
অধ্যাপক ইউনূস বলেন, "প্রবাসীকর্মীদের সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার অভিবাসন খরচ কমিয়ে আনতে চায়।"
তিনি আরও বলেন, "নিয়োগ খরচ কমিয়ে আমরা সিঙ্গাপুরের সঙ্গে একটি মডেল কাঠামো তৈরি করতে পারি।" সিঙ্গাপুরের রাষ্ট্রদূত দারেক লোহ বাংলাদেশের সঙ্গে কাজ করতে তার দেশের আগ্রহের কথা জানান।
রাষ্ট্রদূত লোহ প্রবাসী নিয়োগ পদ্ধতি আধুনিকায়নের পরামর্শ দেন, যা কর্মীদের মানবপাচার ও প্রতারণা থেকে রক্ষা করবে।
সাক্ষাতে তারা ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা নিয়েও আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস বলেন, "স্বৈরাচারের পতনের পর মাত্র তিন মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে উন্নতি করছে এবং দেশ এখন ব্যবসা-বাণিজ্যের জন্য প্রস্তুত।"
তিনি আরও বলেন, "এখন বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত উপযুক্ত সময়।"
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA