মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
Headline
জাগো বাংলা টিভি’র চেয়ারম্যান শেখ শওকত আলী ও তার কন্যার সুস্থতায় দোয়া কামনা বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরণ জমির মালিকানা নিয়ে বিরোধ: ফৌজদারী মামলায় নিষ্পত্তি, তবুও দাবির অবসান নেই বাগেরহাট আদর্শ নূরানী মাদরাসায় শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারিমের ছবক প্রদান চিতলমারীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন জাতীয় পরিচয়পত্র জালিয়াতি মামলায় মোসারফ হোসেন মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর প্রবাসীর কোটি টাকার বাড়ি দখল: জালিয়াতকারী গ্রেপ্তার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: প্রধান উপদেষ্টা  বাগেরহাটে জামায়াত ইসলামের উদ্যোগে ভেড়িবাধ নির্মাণ কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০
বিজ্ঞপ্তি:
জাগো বাংলা চ্যানেল এর সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশসহ বহির্বিশ্বে সংবাদকর্মী নিয়োগ চলছে। বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী পুরুষ/মহিলা টেলিভিশন সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগ্যতা: ✅ উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ✅ বয়সসীমা ১৫ থেকে ৪০ হতে হবে। (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য) ✅ সৃজনশীল লেখালেখিতে দক্ষতা থাকতে হবে। ✅ চালাক ও সাহসী হতে হবে। ✅ উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে ✅ মিশুক মনের অধিকারী হতে হবে ✅ নেশা ও মাদক মুক্ত হতে হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন করুন। jagobanglaus@gmail.com
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সংকট মোকাবিলায় মোংলায় ব্যতিক্রমী প্রতিবাদ
/ ১৯১ টাইম ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৯:৩৬ পূর্বাহ্ণ

 বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯ উপলক্ষে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকালে মোংলা বন্দরের দক্ষিণ কাইনমারির পশুর নদীর পাড়ে এই প্রচারাভিযান আয়োজন করা হয়। ‘বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে’ এই আয়োজন করে মোংলা নাগরিক সমাজ (এমএনএস), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন), এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডাব্লিউজিইডি)।

এসময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সংকট মোকাবিলায় মোংলায় “পানিতে নিমজ্জিত পরিবার: বাড়ছে জোয়ার; জাগ্রত কণ্ঠস্বর” শিরোনামে একটি ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির তীব্র সংকট তুলে ধরতে নদীর পানিতে নিমজ্জিত বাড়ির শিশুদের ব্যানার ও ফেস্টুন হাতে অভিনব প্রতিবাদ দেখা যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এ অঞ্চলের জীবন-জীবিকা ক্রমাগতভাবে ঝুঁকির মধ্যে পড়ছে।

অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক ও পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। এ সময় প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক নেতা নাজমুল হক, বিদ্যুৎ মণ্ডল, পরিবেশকর্মী কমলা সরকার, চন্দ্রিকা মণ্ডল, তন্বী মণ্ডল, মো. রহমত শেখসহ পরিবেশ বিশেষজ্ঞ, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ছাত্র-তরুণ।

প্রচারাভিযান ভিত্তিক এই অভিনব প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, “এই প্রচারাভিযানটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন জোয়ারের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন ঘূর্ণিঝড় এবং লবণাক্ত পানির অনুপ্রবেশের মতো সমস্যা উর্বর জমিকে ধ্বংস করছে এবং স্থানীয় জনগণকে বিকল্প জীবিকার সন্ধানে বাধ্য করছে।”

বক্তারা আরও বলেন, “আজ মোংলার নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে একটি উদাহরণ সৃষ্টি করছে। কপ২৯-এর পূর্বে আমরা আমাদের আওয়াজ তুলে ধরছি, যাতে বিশ্বনেতারা বুঝতে পারেন যে আমাদের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে।” উল্লেখ্য, কপ২৯ সম্মেলনের আগে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মোংলা নাগরিক সমাজের এই উদ্যোগটি নেওয়া হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সরকার এবং আন্তর্জাতিক অংশীদারদের প্রতি উপকূলীয় অভিযোজনের জন্য তহবিল বরাদ্দ, দুর্যোগ-প্রতিরোধী অবকাঠামো নির্মাণ এবং জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর
ফেসবুকে আমরা

Recent Comments

No comments to show.