নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যপ্টেন ও তদুর্ধ্ব সমমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবি-তে প্রেষণে নিয়োজিত সমমর্যাদার কর্মকর্তাগণসহ) স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, The code of Criminal Procedure, 1898 -এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বর্ণিত অধিক্ষেত্রে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ -এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩, ১৪২ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রজ্ঞাপনের তারিখ হতে আগামী ৬০ দিন পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বহাল থাকবে।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর দুই মাসের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA