শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকান্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশ ভূমি উপদেষ্টার
জাগো বাংলা / ৬৮ টাইম ভিউ
আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বিভাগীয় কমিশনারদের প্রতি স্থানীয় পর্যায়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে গুরুত্বারোপের আহ্বান জানিয়েছেন। তিনি স্থানীয় পর্যায়ের ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকান্ড নিবিড় তদারকি ও সমন্বয়ের নির্দেশ দেন।

আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সম্পর্কিত বিষয়াদি নিয়ে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে অধিকাংশ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। তিনি বলেন, সেবা প্রার্থীদের অনলাইনে নামজারি, হোল্ডিং নম্বর, ভূমি কর ও দাখিলা পদ্ধতিসহ সরকারের চলমান ডিজিটাইলেজেশন কার্যক্রম সম্পর্কে সচেতন করতে হবে। পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত যুগোপযোগী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে ভূমি ভবনের সম্মেলন কক্ষে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এলাম্‌স কর্মসূচি আয়োজিত “তেজতুরী বাজার মডেল” শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। কর্মশালায় রাজধানীর তেজগাঁও, গুলশান, ক্যান্টনমেন্ট ও মোহাম্মদপুর থানা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ এস এম সালেহ আহমেদ জানান, অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধে তেজতুরী বাজার মৌজাকে পাইলটিং প্রকল্পের আওতায় আনা হয়েছে। এতে ভূমি মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ কার্যক্রমের সুফল পর্যায়ক্রমে ঢাকা জেলার ১৯টি সার্কেলের সব মৌজায় বাস্তবায়ন করতে তিনি ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মডেল মৌজা হতে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগানোর নির্দেশ দেন।

ভূমি মন্ত্রণালয়ের এই সমন্বয় সভায় ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ডিজিটাইলেজেশন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। নাগরিক সেবার মানোন্নয়ন ও সেবা সহজীকরণের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ