বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ইন্টার্নশিপ পুনর্বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়টি তুলে ধরেছেন। তবে একটি কুচক্রী মহল তাদের ভবিষ্যৎ ধ্বংস করতে ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন।
ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয় বলেন, “ইন্টার্নশিপ বাতিলের ফলে শিক্ষার্থীরা দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আমরা ইন্টার্নশিপ পুনর্বহালের দাবি জানাচ্ছি।”
শিক্ষার্থীদের দাবি চারটি হলো: অনতিবিলম্বে ইন্টার্নশিপ পুনর্বহাল করে কোর্স কারিকুলাম সংশোধন। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু।
শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা বলেন, সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রভাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আন্দোলন শান্তিপূর্ণ হলেও প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।