মুন্সী দেলোয়ার হোসেন, বাগেরহাট (চিতলমারী) প্রতিনিধি:
বাগেরহাট জেলার চিতলমারীতে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে শংকর মাস্টারের দল শিরোপা জয় করেছে। শনিবার বিকেল ৪টায় ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শংকরের দল মুন্সী দেলোয়ারের দলের বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করে।
৬০ মিনিটব্যাপী খেলাটি ছিল দর্শকদের জন্য উত্তেজনাপূর্ণ। শুরু থেকেই শংকরের দল আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে তারা নিশ্চিত করে চ্যাম্পিয়নশিপ।
খেলাটি পরিচালনা করেন জাহাঙ্গীর আলম বিন্দু। মাঠজুড়ে দর্শকদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খেলা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় ফুটবল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত দর্শক ও আয়োজকরা শংকরের দলের জয়ের জন্য অভিনন্দন জানান।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA