মুন্সী দেলোয়ার হোসেন, বাগেরহাট (চিতলমারী) প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপক অসীম কির্ত্তুনীয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চিতলমারীতে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভূয়া ঋণ সৃষ্টি, সহকর্মীদের কাছ থেকে ধার গ্রহণ এবং সর্বপোরি ৬১ লাখ ৭৯ হাজার ৭০০ টাকার আর্থিক অনিয়ম ও দূর্নীতি করেছেন বলে অভিযোগ ওঠে। এ সব অভিযোগের ভিত্তিতে তাকে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২২ এর ৫৭(১) বিধি মোতাবেক সাময়িক ভাবে এ বরখাস্ত করা হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু স্বাক্ষরিত এক পত্রে এ সব তথ্য জানা গেছে।
১৮ নভেম্বর স্বাক্ষরিত পসব্য/প্রকা/প্রশা-২৩(৯)/২০২৪-২৫/১৩৭০ নং স্মারকের ওই পত্রে আরও জানা গেছে, প্রশাসনিক কারণে অসীম কির্ত্তুনীয়াকে পঞ্চগড় জেলার আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২২ এর ৫৭(৩) বিধি অনুসারে খোরাকি ভাতা প্রাপ্য হবেন। তার স্থলে চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার (মাঠ) গৌতম সরকারকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ শাখা ব্যবস্থাপকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
একই তারিখে পসব্য/প্রকা/প্রশা-২৩(৯)/২০২৪-২৫/১৩৭১ নং স্মারকের এক পত্রে ব্যবস্থাপনা পরিচালক পত্র প্রাপ্তির ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য অসীম কির্ত্তুনীয়াকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। নোটিশের জবাব না দিলে অসীম কির্ত্তুনীয়ার বিরুদ্ধে একতরফা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে
উল্লেখ করা হয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের অনেক গ্রাহক বলেন, ‘অসীম কির্ত্তুনীয়া দ্বিতীয় দফায় চিতলমারীতে আসার পর পল্লী সঞ্চয় ব্যাংকটি দূর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়। এ ছাড়াও তিনি চিতলমারীর স্থানীয় বাসিন্দা হওয়ায় সকলের সাথে দাম্ভিক্যের সাথে অশালীন আচরণ করতেন। ভদ্রতা সভ্যতা বলতে তার মধ্যে কিছ্ধুসঢ়;ই ছিলনা। আমরা এই দূর্নীতিবাজের উপযুক্ত শাস্তি চাই।’
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক অসীম কির্ত্তুনীয়া মুঠোফোনে বলেন, ‘সাময়িক বরখাস্তের আদেশ পেয়ে আমি পঞ্চগড়ে যোগদান করেছি। এর বেশী কিছু জানতে হলে অফিসে গিয়ে জানেন।’
চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার ও ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক গৌতম সরকার বলেন, ‘গত সপ্তাহে অসীম কির্ত্তুনীয়াকে সাময়িক বরখাস্তের আদেশ পেয়েছি। স্যারে নির্দেশ মোতাবেক আমি চিতলমারী শাখার দায়িত্ব নিয়েছি।’
বাগেরহাট পল্লী সঞ্চয় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও জেলা কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন বলেন, ‘অসীম কির্ত্তুনীয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA