শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

আ.লীগ নির্বাচনে আসবে কি না, এমন প্রশ্নে যা বললেন সিইসি 
জাগো বাংলা / ৪৮ টাইম ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

অতীত থেকে শিক্ষা নিয়ে গণমানুষের চাওয়া পূরণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘আমি এই দায়িত্বটাকে জীবনে বড় একটি অপরচুনিটি হিসেবে দেখছি। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ফ্রি-ফেয়ার একটি নির্বাচনের জন্য অনেক সংগ্রাম করেছে। অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে ফ্রি-ফেয়ার এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এর জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব।’ 

বিতর্ক শেষ হলে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না এমন প্রশ্নে তিনি ‘দেখা যাবে’ বলে মন্তব্য করেন।

রোববার (২৪ নভেম্বর) শপথ নেয়ার পর বিকেলে প্রথমবারের মতো নির্বাচন কমিশন ভবনে আসেন সিইসি ও অন্য চার কমিশনার। এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

সিইসি নির্বাচন আয়োজন নিয়ে বলেন, সংস্কার কমিশনসহ সবার পরামর্শ নিয়ে যখন মনে হবে ভোট করা যাবে, তখন ভোটের তারিখ দেবো। এর আগে ভোটের সময় নিয়ে কিছু বলা সম্ভব না। নির্বাচনের জন্য প্রস্তুতি আমাদের তরফ থেকে আজ থেকেই নেবো।

এ সময় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি। সিইসি বলেন, আওয়ামী লীগকে নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক শেষ হলে তারা নির্বাচনে অংশ নেবে কি না বলা যাবে।

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহায়তা চেয়ে তিনি আরও বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমরা আপনারা কেউ জানি না। নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। তবে বড় সমস্যা হলো মানুষ এখন ভোটের নাম শুনলে নাক সিঁটকায়। এ অবস্থার পরিবর্তনে এবং মানুষকে ভোটে আগ্রহী করতে গণমাধ্যমকর্মীদের সহায়তা চাই।

এ সময় তিনি দাবি করেন সঠিক প্রক্রিয়া অনুসরণের মধ্যে দিয়েই নির্বাচন কমিশনাররা দায়িত্ব পেয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ