বাগেরহাট প্রতিনিধি:
দীর্ঘ ১৮ বছর পর নিজ এলাকা বাগেরহাটে ফিরে এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন বাগেরহাট সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে বাগেরহাটের বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম এ এইচ সেলিম সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বলেন, "দীর্ঘ ১৮ বছর পর আমি আমার প্রিয় এলাকায় ফিরেছি। বাগেরহাটের উন্নয়নে আমি সবসময় কাজ করেছি। বিএনপি শাসনামলে শুরু হওয়া অনেক উন্নয়ন কাজ থমকে গিয়েছিল। এখন সেই অসমাপ্ত কাজগুলো আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শেষ করতে চাই।"
তিনি আরও বলেন, "আমি সন্ত্রাস, চাঁদাবাজি বা লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করি না। কোনো চাঁদাবাজ, লুটেরা বা সন্ত্রাসী আমার পাশে স্থান পাবে না।"
সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতি দেখা যায়, যা সাবেক এই জনপ্রতিনিধির প্রতি এলাকাবাসীর ভালোবাসার প্রমাণ করে।
বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, শেখ মাহবুর রহমান টুটুল, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শিকদার নুরুল আমিন, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজক ও স্থানীয়রা এম এ এইচ সেলিমের ফিরে আসাকে বাগেরহাটের রাজনীতিতে নতুন গতির সূচনা হিসেবে দেখছেন। তারা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে বাগেরহাটে উন্নয়ন কার্যক্রম নতুন মাত্রা পাবে।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA