মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
রবি মৌসুমের শুরুতে লালমনিরহাটে চাষিরা সার সংকটে পড়েছেন। সরকার নির্ধারিত দামে সার কিনতে পারছেন না তারা। তাঁদের অভিযোগ, গত স্বৈরাচারী সরকারের দলীয় বিবেচনায় নিয়োগ করা পরিবেশকেরা (ডিলার) কৃষকদের কাছে সার বিক্রি না করে অতিরিক্ত দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। পরে সেই সার খুচরা বিক্রেতাদের কাছ থেকে কৃষকদের বেশি দামে কিনতে হচ্ছে তাই এই সিন্ডিকেট ডিলারদের হাত থেকে মুক্তি চায় এলকার কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছেন, সার মজুত পাওয়া গেলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভুট্টা মৌসুমী আসলেই যেন উধাও হয়ে যায় সার । চলতি মৌসুমী কেবলই ভুট্টার বিজ রোপন শুরু করেছে কৃষক। এরই মধ্যে দেখা দিয়েছে সার সংকট। চাষীদের আশঙ্কা পুরোদমে চাষাবাদ শুরু হলে তীব্র হবে এই সার সংকট । তাদের অভিযোগ সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে বিক্রেতারা।
স্যার সংকটের কারণে চলতি মৌসুমী ৩০ থেকে ২৫ শতাংশ উৎপাদন ব্যাহত হবে বলে মনে করছেন অনেকেই।
তবে উপ-পরিচালক বলছেন কোন ডিলার যদি সারের কৃত্রিম সংকট করে এমন তথ্য পেলে সেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলায় চলতি মৌসুমে আলু এবং ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে সাড়ে ৬ হাজার হেক্টর জমি।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA