বরগুনা সংবাদদাতা:
বরগুনার তালতলীতে নিজের ধানের জমিতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুর রহমান (২৪) ওই গ্রামের মোঃ আউয়াল শিকদারের ছেলে। তালতলীর লাউপাড়ায় বর্তমানে বসবাস করলেও তাদের পুরাতন বাড়ি বরগুনা সদর ইউনিয়নের বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলায়।
জানা গেছে, দুপুরে ধানক্ষেতের মধ্যে এক যুবকের মরদেহ দেখতে পায় ক্ষেতে কাজ করে শ্রমিকরা। পরে তারা ওই যুবকের বাড়ির লোকজনকে খবর দেয়। পরে বাড়ীর লোকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দিলে তিনি পুলিশকে বিষয়টি জানান। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত আবদুর রহমানের চাচাত ভাই আলমগীর শিকদার জানান, বরগুনার আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করে আবদুর রহমান। করোনার পর থেকে লেখাপড়ায় না জড়িয়ে সে অলস সময় কাটাচ্ছিল। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নাস্তা খেয়ে ঘর থেকে বের হয় সে। এরপরে তার মৃত্যুর খবর শুনতে পাই। এসময় তার হাত পায়ের নখ কালো, চোখ ও কানের নীচ কালো হয়ে আছে দেখতে পাওয়া গেছে।
এবিষয়ে তালতলী থানায় ইন্সপেক্টর তদন্ত জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA