নিউজ ডেস্ক:
বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ অভিযোগ তুলে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। গত সোমবার হঠাৎই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এতে আরো উত্তেজনা তৈরি হয় দুদেশের মধ্যে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের গীতিকার এবং সঙ্গীতশিল্পী কবীর সুমন।
কিছুদিন আগে পতাকা অবমাননা নিয়ে ফেলানী হত্যার প্রসঙ্গ টেনে কবীর সুমন প্রশ্ন তুলেছেন, ‘সীমান্তের কাঁটাতার-বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কিসের কার অবমাননা হচ্ছিল তখন?’
এবার তিনি বলেছেন, বাংলাদেশ থেকে এক হিন্দু ব্যক্তি তাকে চিঠি লিখেছেন। ওই চিঠিতে তাকে বলা হয়েছে, বাংলাদেশি হিন্দুরা ভালো আছেন। মুসলিমদের কেউ তার পরিবারের ওপর নির্যাতন করেননি। কবীর সুমন ওই হিন্দু ব্যক্তিকে স্নেহভাজন এক নবীন বাংলাদেশি বন্ধু বলে অভিহিত করেছেন।
শনিবার নিজের ফেসবুক পোস্টে কবীর সুমন লিখেন, ‘আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমি মানুষ হতে চাই।মুসলমানেরা আমার ও আমার পরিবারের উপরে অত্যাচার করেনি জেঠু। আমার প্রনাম নিবেন। কথাগুলি একটু আগে আমায় লিখে জানিয়েছেন, আমার স্নেহভাজন এক নবীন বাংলাদেশি বন্ধু’।
কবির সুমন লিখেন, ‘তার নাম আমি প্রকাশ করছি না। মাঝেমাঝে তিনি কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করে যান। তার পরিচয় জানলে আমার দেশে তাঁর কপালে কী জুটবে কে জানে’।
বাংলাদেশের মুসলমান আর হিন্দুদের সম্পর্কে মিথ্যে কথা প্রচার হচ্ছে বলেছেন কবীর সুমন। তার ভাষ্য, মিথ্যা প্রচার শেষ পর্যন্ত পরাজিত হবে।
তিনি আরো লিখেন, ‘ভারত থেকে যারা বাংলাদেশের মুসলমান আর হিন্দুদের সম্পর্কে মিথ্যে কথা প্রচার করে চলেছে তারা জেনে রাখুক মিথ্যে প্রচারে শেষ পর্যন্ত কোনও কাজই হয় না, পশ্চিমবঙ্গের সন্দেশখালি এবং আরজি কর নিয়ে অকথ্য অনর্গল মিথ্যে প্রচার যেমন প্রচারকদের কোনও সুবিধেই ডেকে আনেনি’।
শেষ কবির সুমন লেখা শেষ করেন এভাবে, ‘জয় ভালবাসা! কবীর’।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA