বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

বাগেরহাটে সাংবাদিক হুমায়ুন এর ওপর হামলা ফেসবুকে নিন্দার ঝড়
জাগো বাংলা / ২১ টাইম ভিউ
আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 31;

বাগেরহাট প্রতিনিধি:

জাতীয় দৈনিক আলোচিত কন্ঠ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন এর ওপর চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর হামলা।এনিয়ে ফেসবুকে নিন্দার ঝড়। 

সাংবাদিক হুমায়ুন জানান,মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে স্থানীয় টেংরাখালী নতুন বাজার থেকে বাসায় ফেরার পথে আমি সহ টেংরাখালী গ্রামের মৃত্যু লুৎফর শেখের ছেলে শাহ আলম শেখের ওপর হামলা চালায় সন্ত্রাসী বাহিনী এবং তারা হামলার পরে জানান ২৪ ঘন্টার ভিতরে সাংবাদিক হুমায়ুনকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, সন্ত্রাসী বাহিনী ছাত্রদলের নাম ব্যবহার করে তাদের ওপর হামলা করে হামলা করে তারা  হচ্ছে,টেংরাখালী গ্রামের ইয়াকুব আলী খানের ছেলে শান্ত খান,একই এলাকার কবির পাইক এর ছেলে আশিকুর রহমান বাদল,শোহরাফ শেখের ছেলে কাইয়ুম শেখ,গফফার শেখের ছেলে আমজেদ শেখে,লুতু খান এর ছেলে তরিক খান,রক্তিম শেখ, মাহফুজ শেখের ছেলে মাসুদ সহ আরো ১০ থেকে ১২ জনের একটি টিম তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সাংবাদিক হুমায়ুন জানান সন্ত্রাসীদের হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমার পত্রিকা অফিস ও সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছি। থানায় অভিযোগের প্রস্তুতি গ্রহণ করেছি।

জাতীয় দৈনিক আলোচিত কন্ঠের সম্পাদক রবিউল ইসলাম বলেন, আমাদের পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কে মারধর ও হুমকি কোনোভাবেই কাম্য নয়।সন্ত্রাসী বাহিনীকে ও হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

সাংবাদিক হুমায়ুন তার ব্যবহৃত ফেসবুক আইডিতে (এস এম হুমায়ুন) তাৎক্ষণিক একটি পোস্ট করেন। যেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পোস্টে তিনি লিখেছেন “ চিহ্নিত সন্ত্রাসী বাহিনী আমার ওপর ও শাহ আলম এর ওপর হামলা চালায় “

সাংবাদিক হুমায়ুনের ঐ পোস্টের পর ফেসবুকে স্থানীয় সাংবাদিক ও সুধী মহলকে নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলতে দেখা যায়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেদুল ইসলাম বলেন,এখনও কেউ অভিযোগ করেনি,অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ