শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

সাগরপাড়ে সাফ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিল সেনাবাহিনী
জাগো বাংলা / ২৭ টাইম ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: 

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ী নারী ফুটবলারদের কক্সবাজারে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ডিসেম্বর) রাতে আয়োজিত এই সংবর্ধনায় খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের জন্য দেওয়া হয় ১ কোটি টাকার অর্থ পুরস্কার।

শিরোপাজয়ী দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমাসহ অন্য ফুটবলাররা বিভিন্ন মহলের সংবর্ধনায় অভিভূত। তবে সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই সংবর্ধনা তাদের কাছে বিশেষ কিছু। দলটির সদস্যরা জানিয়েছেন, এই সম্মান তাদের সামনের দিনে আরও ভালো করার প্রেরণা জোগাবে।

সানজিদা আক্তার বলেন, “বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সংবর্ধনা পাওয়া আমাদের জন্য অনেক সৌভাগ্যের। এটি আমাদের অনুপ্রাণিত করবে।” মাসুরা পারভীন বলেন, “আমাদের লক্ষ্য এখন দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনা।”

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, “বাংলাদেশের নারীরা দক্ষিণ এশিয়ার ফুটবলে দীর্ঘদিন ধরেই আধিপত্য করছে। সঠিক পরিকল্পনা ও সুযোগ সুবিধার মাধ্যমে আমরা তাদের গণ্ডি আরও বাড়াতে চাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “এই জয়ের অনুপ্রেরণা নিয়ে নারী ফুটবল দল শুধু দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনেও নতুন উদ্দীপনা যোগাবে।”

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ, অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এবং ফুটবলার, কোচসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবর্ধনার অংশ হিসেবে প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় ৪ লাখ টাকা করে। এছাড়া, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও সেরা গোলকিপার রুপনা চাকমা অতিরিক্ত ১ লাখ ৭৫ হাজার টাকা করে পুরস্কার পান। কোচ ও কর্মকর্তারাও আর্থিক পুরস্কারে ভূষিত হন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর ফাইনালে বাংলাদেশ শক্তিশালী নেপালকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ