পিরোজপুর সংবাদদাতা:
পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান (৪০), সিআইডির চাকরিচ্যুত মো. শেখ ফরিদ (৩২) এবং মো. শিপন আলী সোহেল (৩৫)। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডের কবিরাজ বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে চারটি র্যাবের জ্যাকেট, একটি মাইক্রোবাস, খেলনা পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাফ, দুটি ওয়াকিটকি, দুটি ভুয়া নাম্বারপ্লেট, চোখ বাঁধার কাপড়, র্যাবের কটি, ব্যাটেল স্টিক, পুলিশের ট্রাউজার এবং র্যাব লেখা আইডি কার্ড জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে। ভান্ডারিয়া থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ডাকাত দলের মূলহোতা ও পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনার পর ভান্ডারিয়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিশেষ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA