বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জে নারীসহ ৪ মাদকসেবী আটক
জাগো বাংলা / ২৯ টাইম ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক সেবনের অপরাধে তিন যুবককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ফেন্সিডিলসহ এক নারীকে আটক করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সালমান মুন্সি (২০), বারইখালী গ্রামের বাসিন্দা, সুমন গাজী (২৭), জিউধরা গ্রামের বাসিন্দা, নজরুল গাজী (৩০), গুলিশাখালী গ্রামের বাসিন্দা।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে মোরেলগঞ্জের বয়রাতলা এলাকায় স্থানীয় সেনাবাহিনীর একটি টহল দল তাদের মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া সেনাবাহিনীর টহল দল একই এলাকায় লুইজা রহমান টুম্পা (৩৪) নামে এক নারীকে ফেন্সিডিলসহ আটক করে থানায় সোপর্দ করে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত তিন যুবক এবং ফেন্সিডিলসহ আটক নারীকে রবিবার বেলা ১১টার দিকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী এই অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে। তারা মাদক নির্মূলে প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ