নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কিছু নেতাকর্মীর কাজকর্ম সাধারণ মানুষের কাছে অপছন্দনীয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখতে জান-প্রাণ দিয়ে কাজ করতে হবে।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খিলক্ষেতে বরুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কর্মশালায় ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।
তারেক রহমান বলেন, “জনগণ যেভাবে বলবে, সেভাবেই পরিচালিত হতে হবে। বিএনপির ওপর জনগণের আস্থা ধরে রাখতে হবে। নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্য কিছু হয়, তবে ছিটকে পড়ার আশঙ্কা থাকবে।”
তিনি আরও বলেন, “জনগণের সমর্থনকে ইতিবাচকভাবে বিএনপির পক্ষে রাখতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখার জন্য জান-প্রাণ দিয়ে কাজ করতে হবে। জনগণই বিএনপির মূল শক্তি। তাদের আস্থা অর্জন করতে না পারলে দলের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।”
কর্মশালায় তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের জনগণের প্রতি দায়িত্বশীল হতে আহ্বান জানান। পাশাপাশি তাদের কাজ ও আচরণ যেন সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন।
বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের নেতাকর্মীদের মধ্যে কিছু নেতিবাচক কাজকর্ম জনগণের সমর্থন ক্ষুণ্ণ করছে, এমন স্বীকারোক্তি বিএনপির নেতৃত্বে আত্মসমালোচনার ইঙ্গিত বহন করে বলে মনে করছেন অনেকেই।