নিজস্ব প্রতিবেদক:
ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনটি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন, যাতে লেখা ছিল—‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ’, ‘এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপস নয়’, এবং ‘বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়’। এসব প্ল্যাকার্ডে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
পদযাত্রার আগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "ভারতের ত্রিপুরায় আমাদের হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটি ভারতের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ।"
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, "আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখেছিলাম। কিন্তু তারা আমাদের প্রভুর মতো আচরণ করছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আমরা কোনো আপস করব না।"
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রচেষ্টার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পদযাত্রাটি ভারতীয় দূতাবাস অভিমুখে এগিয়ে গিয়ে সেখানে স্মারকলিপি প্রদান করবে।
পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন।
এ কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের প্রতি বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA