বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জে বিস্ফোরণে কিশোরের কব্জি উড়ে গেছে
জাগো বাংলা / ২৫ টাইম ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জ সংবাদদাতা:

মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় ময়লার স্তূপে বিস্ফোরণে সজিব মিয়া (১৩) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের ফলে তার ডান হাতের কব্জি উড়ে যায় এবং বাম হাত ও তলপেটেও আঘাত লাগে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহত সজিব নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া এলাকার বাসিন্দা রাজু শেখের ছেলে। ঘটনার সময় সে ময়লার স্তূপে বোতল কুড়াচ্ছিল। সজিব জানান, “ময়লার মধ্যে সাদা বলের মতো একটি বস্তু পাই। সেটি টান দিলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।”

সজিবের বাবা রাজু শেখ বলেন, “আমরা নারায়ণগঞ্জ থেকে ভ্যানগাড়ি নিয়ে বোতল কুড়ানোর জন্য এসেছি। আমার দুই ছেলের মধ্যে সজিব ময়লার স্তূপ থেকে বোতল কুড়ানোর সময় বিস্ফোরণে গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসি।”

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, “বিস্ফোরণে সজিবের ডান হাতের আঙুল উড়ে গেছে। তাছাড়া গোপনাঙ্গেও আঘাত রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজিব দে বলেন, “কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের প্রকৃতি ও উৎস খুঁজে বের করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ