বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

লালমনিরহাটে শ্রমিকদের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১০
জাগো বাংলা / ২৭ টাইম ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রোববার (৮ ডিসেম্বর) শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য ও দুই সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।

আহতদের মধ্যে রয়েছেন সদর থানার উপ-পরিদর্শক রাশেদ হোসেন, সাংবাদিক জিন্নাতুল ইসলাম জিন্না (প্রতিদিনের সংবাদ), শরিফুল ইসলাম রতন (আজকের দর্পণ), এবং শ্রমিক নেতা বাবুল মিয়াসহ বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, লালমনিরহাট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পুরনো রেজিস্ট্রেশন (২৪৯৩) বহাল রাখার দাবিতে শ্রমিক নেতা বাবলুর নেতৃত্বে একটি পক্ষ মিছিল নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে অগ্রসর হয়। একই সময়, টার্মিনালে শ্রমিক ইউনিয়নের নতুন রেজিস্ট্রেশন নিয়ে সমাবেশ করছিল অন্য একটি পক্ষ।

দুই পক্ষের মিছিল ও সমাবেশের মুখোমুখি অবস্থানে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে শ্রমিকদের দুই পক্ষের সদস্য, পুলিশ এবং ঘটনাস্থলে দায়িত্বে থাকা সাংবাদিকরা আহত হন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, “শ্রমিকদের দুই গ্রুপের ভিন্ন কর্মসূচি থেকে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাঝামাঝি অবস্থানে থেকে কাজ করে। তবে ইটপাটকেলের আঘাতে আমাদের এক সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।”

সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের সংঘর্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশাসন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ