নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোনো ভুল থাকলে তা আগামী ২ জানুয়ারির আগেই সংশোধনের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। এর আগে যাদের এনআইডিতে কোনো তথ্যগত ভুল রয়েছে, তারা সংশোধনের জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন। দ্রুত ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্টদের প্রতি জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক তথ্যভিত্তিক ভোটার তালিকা প্রণয়ন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিক ভোটার তালিকা নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
ভুল সংশোধনের জন্য নাগরিকদের প্রয়োজনীয় দলিলপত্র সঙ্গে নিয়ে উপজেলা বা থানা নির্বাচন অফিসে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।