বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

আসছে “এতদিন কোথায় ছিলে”: প্রেম, ত্যাগ আর বিশ্বাসের এক অনন্য গল্প
জাগো বাংলা / ৪৫ টাইম ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক:

এ সময়ের মেধাবী নির্মাতা রানা বর্তমানের নির্মাণে আবারও আসছে আলোচিত টেলিফিল্ম “এতদিন কোথায় ছিলে”। সম্প্রতি টানা তিনদিন শুটিং শেষে টেলিফিল্মটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে। চলতি মাসেই দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এটি প্রকাশিত হবে বলে জানা গেছে।

“এতদিন কোথায় ছিলে” মূলত ত্যাগ, বিশ্বাস এবং ধৈর্যের মাধুর্য নিয়ে গড়ে ওঠা এক মনোমুগ্ধকর গল্প। এটি প্রেমের গভীরতা, আত্মত্যাগ এবং বিশ্বাসের শক্তি নিয়ে বোনা একটি মিস্ট্রি স্টোরি। তবে নির্মাতা নিশ্চিত করেছেন যে, গল্পটি শারীরিক আকাঙ্ক্ষার নয়, বরং মনের ক্ষুধা এবং অন্ধবিশ্বাসের গভীরে প্রোথিত।

টেলিফিল্মটির প্রযোজনা করেছে দেশের আলোচিত প্রতিষ্ঠান গ্রীন ওয়েব এন্টারটেইনমেন্ট। প্রযোজনার দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদ চৌধুরী। এর চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় চলচ্চিত্র লেখক দেলোয়ার হোসেন দিল, যিনি “পোড়ামন টু” এবং “লিডার: আমি বাংলাদেশ”-এর মতো হিট চলচ্চিত্র লিখেছেন।

টেলিফিল্মের চিত্রগ্রহণ করেছেন ব্যস্ত ক্যামেরা আর্টিস্ট আমির হামজা এবং আলোকসজ্জার দায়িত্বে ছিলেন লাইটগ্রাফার কাশেম। অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন সময়ের আলোচিত অভিনেতা সোহেল মণ্ডল, “ব্যাচেলর পয়েন্ট” খ্যাত লামিমা লাম, নাট্যগুরু নিয়াজ মোহাম্মদ তারিক, গুণী অভিনেত্রী হাসিমুন, আনবি রনিও, মিষ্টি আক্তার, অরশি রহমান এবং আরও অনেকে।

প্রথম দিনের শুটিংয়ের জন্য নির্মাতা রানা বর্তমান বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আনিচ সিকদারকে। সহকারী হিসেবে কাজ করেছেন ওমর, জবা আক্তার, পার্থ, এবং তুষার ইমরান।

টেলিফিল্মটির শুটিং হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে। শুটিংয়ের সময় নানা প্রতিবন্ধকতা এলেও নির্মাতা রানা বর্তমান সেগুলো সফলভাবে অতিক্রম করেছেন। তিনি বলেন, “গল্পটি প্রেমের, ত্যাগের এবং বিশ্বাসের। এটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হবে। আশা করছি, শিগগিরই আপনারা এটি উপভোগ করবেন।”

টেলিফিল্ম “এতদিন কোথায় ছিলে” প্রেম, বিশ্বাস এবং মনের গভীরতাকে তুলে ধরবে। এটি প্রকাশের অপেক্ষায় দর্শকরা অধীর আগ্রহে রয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ