মুন্সী দেলোয়ার হোসেন, বাগেরহাট (চিতলমারী) প্রতিনিধি:
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে চিতলমারী উপজেলা চত্বরে র্যালি শেষে উপজেলা অডিটরিয়াম ভবনে আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শাহাদাত হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা সহকারী জামায়াতে ইসলামী নায়েবে আমির মো. আব্দুল আমির, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান পিকলু এবং সাধারণ সম্পাদক লিপি হাজরা। আলোচনা সভার শেষাংশে দুর্নীতি প্রতিরোধে শপথ পাঠ করান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান পিকলু। শপথের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা দুর্নীতি মুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক আন্দোলন অত্যন্ত জরুরি।