শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

বাগেরহাট কারাগারে বিধি ভেঙ্গে এক বন্দির ঢাক ঢোল পিটিয়ে অনুষ্ঠান
জাগো বাংলা / ২৬ টাইম ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট কারাগারে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে ঢাক ঢোল পিটিয়ে পিতৃ বিয়োগের যঞ্জানুষ্ঠান করতে সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। কারা বিধি ভেঙ্গে রবিবার সকাল থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপী এই যঞ্জানুষ্ঠান নিয়ে কারাগারে থাকা বন্দিদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিষয়টি একদিন পর গনমাধ্যম কর্মীরা জানতে পেরে কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি স্বীকার করে চেপে যেতে গনমাধ্যম কর্মীদের অনুরোধ করেন।

কারাগারের মেডিকেল রাইটার নিখিলের পিতা বিয়োগে সকল ওয়ার্ড থেকে হিন্দু বন্দিদের নিয়ে ঢোল ও তবলা
বাজিয়ে এমন অনুষ্ঠান করা হয় বলে কারাগারে থাকা বন্দিরা জানান। এমনকি এই অনুষ্ঠানে বন্দিদের তিলক
পড়ানোর ঘটনা ঘটেছে। কারাগারের মেডিকেল ওয়ার্ডের সামনে এমন বিরল ঘটনায় এলাকাবাসী, কারারক্ষী ও
বন্দিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কারাগারে থাকা বন্দিদের মধ্যে একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানায়, বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রী
হত্যা মামলায় নিখিল যাবজ্জীবন দন্ডাদেশ প্রাপ্ত হন। সেই থেকে নিখিল কারাগারে প্রায় ২০ বছর সাজা ভোগ
করছে। চলতি মাসের প্রথম দিকে নিখিলের পিতা পরলোকগমন করেন। এই খবরে নিখিলকে সান্তনা দিতে
কারাগারের বন্দিরা ছুটে যান। এক পর্যায়ে দিন-ক্ষন ঠিক করে রবিবার সকালে ঢোল, তবলা নিয়ে রীতিমত
হিন্দুয়ানী অনুষ্ঠান করে নিখিল তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়ার যোগ্য করেন।

এই দিন কারাগারের ওই মেডিকেল ওয়ার্ডের সামনে আনিছ, মিঠু ও লিটন নামের কারারক্ষীরা দায়িত্ব পালন করেন।
এ ব্যাপারে কারাগারের ভিতর ঢোল, তবলা নিয়ে বিধি লঙ্ঘন করে এ ধরনের অনুষ্ঠানের কোন সুযোগ আছে কি
না কারাগারের সুপার শংকর কুমার মজুমদারের নিকট জানতে চাওয়া হয়।

তিনি সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা স্বীকার করে স্বাক্ষাতকার দিতে চাননি। তবে এক বন্দি তার পিতা বিয়োগে সামান্য একটু অনুষ্ঠান করেছে তাই তে আমাদের সকলের বিষয়টি এড়িয়ে যাওয়ার অনুরোধ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ