নিজস্ব প্রতিবেদক:
সীমান্তে বিএসএফ কিছু করলে তা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৮ ডিসেম্বর) বিকালে পিলখানায় বিজিবির পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বড় কোনো উত্তেজনা নেই। ভারতের দিক থেকে ওদের জনগণ যদি উত্তেজনা তৈরি করে এদেশের জনগণ তার জবাব দেবে। যদি বিএসএফ কোনোকিছু করে তা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত আছে। তাদেরকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় ৫ আগস্টের পর ক্যান্টনমেন্টে অবস্থান করা ৬২৬ জন ফ্যাসিস্টের সহযোগী কিভাবে সীমান্ত পার হয়ে ভারতে গেল, তা স্পষ্ট করার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দ্রুততম সময়ে পিলখানা হত্যাকাণ্ড মামলার নিষ্পত্তি দাবি করেন তিনি।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার বলেন, গণহত্যার আসামি হিসেবেই কেবল বাংলাদেশে আসতে পারবে শেখ হাসিনা।
এ সময় আরও কথা বলেন বিজিবির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মাজহার।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA