বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

ইসকন সদস্যকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ভুয়া সংবাদ প্রচার
জাগো বাংলা / ২১ টাইম ভিউ
আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক:

১০ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকায় ইসকনের একজন সদস্যের ওপর হামলা হয়েছে বলে খবর প্রকাশ করেছে এবিপি আনন্দ ও সংবাদ প্রতিদিনসহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ঢাকার উত্তরা এলাকার শ্রী শ্রী রাধারমন মন্দিরের (ইসকন উত্তরা) পুরোহিত কৃষ্ণ প্রিয় নিতাই দাস জানিয়েছেন, উত্তরা এলাকায় কোনো ইসকন ভক্ত বা সদস্যের ওপর হামলার কোনো ঘটনা তার জানা নেই।

ঢাকার পুলিশও জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনার খবর তারা পায়নি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট চেক আরও জানায়, ভারতীয় মিডিয়া “ভুক্তভোগীর” কোনো বক্তব্য বা পরিচয় প্রকাশ করেনি। বাংলাদেশ পুলিশ অথবা কোনো ইসকন নেতারও বক্তব্য নেই এসব প্রতিবেদনে, যা সার্বিক বিবেচনায় খবরগুলোকে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং সাংবাদিকতার নীতি বহির্ভূত হিসেবে চিহ্নিত করে।

বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় নেতা হৃষিকেশ গৌরাঙ্গ দাস জানিয়েছেন, উত্তরায় সম্প্রতি সংঘটিত একটি পারিবারিক ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি আরও জানান, পারিবারিক ঘটনায় সম্পৃক্ত যুবক ইসকন সদস্য নয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ