কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়কে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের গয়নারকুটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মমেনা বেগম ও মেয়ে মুন্নি আকতার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সোনাহাট থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে মোহাম্মদ আলী তার স্ত্রী মমেনা বেগম (৫৫), মেয়ে মুন্নি আকতার (২৫) ও মেয়ের জামাতা শহর আলী (৩০) কে নিয়ে ভূরুঙ্গামারীতে যাচ্ছিলেন। ঘুন্টিঘর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ইজিবাইকের চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মুন্নিকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে মমেনা বেগমও মারা যান। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীসহ ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস, এম আবু সায়েম জানান, হাসাপাতালে মুন্নি আকতারকে মৃত অবস্থায় ও অপর চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পথে মমেনা বেগমের মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও, এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA