

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান (রহ.) মাজারে দুই দিনব্যাপী বার্ষিক ওরশ মোবারক শেষ হয়েছে। ভক্ত-আশেকানদের ঢলে মুখরিত ছিল পুরো মাজার এলাকা। সৃষ্টিকর্তার প্রতি আরাধনা, দোয়া এবং আধ্যাত্মিক শান্তি খুঁজতে ভক্তরা দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন।
সোমবার (৯ ডিসেম্বর) ভোরে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে শেষ হয়। ওরশ উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের সমাগম ঘটে। তবে মুসলিম সম্প্রদায়ের দর্শনার্থীদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য।
দু’দিনব্যাপী এই ওরশে দিনরাত ভক্তরা জিকির, দোয়া এবং আধ্যাত্মিক গানের মাধ্যমে সময় কাটান। মাজার প্রাঙ্গণ হয়ে ওঠে এক আধ্যাত্মিক মিলনমেলা। ভক্তদের আন্তরিকতায় মাজারের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
রাতভর চলা জিকির ও বিশেষ আয়োজনে আধ্যাত্মিক পরিবেশ ভক্তদের মনকে আরো প্রশান্ত করে তোলে। এই ওরশ মোবারক শুধু আধ্যাত্মিকতার প্রতীক নয়, এটি ভক্তদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।
হজরত খানজাহান (রহ.)-এর স্মরণে আয়োজিত এই ওরশে তার আধ্যাত্মিক ও সামাজিক কার্যক্রমের প্রতি শ্রদ্ধা জানাতে ভক্তরা বিশেষ দোয়া এবং মানত করেন। ঐতিহ্যবাহী এই আয়োজন শতবর্ষের পুরনো এবং এটি দেশের অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক উৎসব হিসেবে বিবেচিত।