ক্রীড়া ডেস্ক:
দীর্ঘ ২১৯ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন তামিম ইকবাল। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি তার জন্য সুখকর হয়নি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে তামিম ব্যাট হাতে ছন্দ খুঁজে পাননি।
চট্টগ্রামের হয়ে রংপুরের বিপক্ষে খেলতে নেমে ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে মোহাম্মদ এনামুল হকের বলে বোল্ড হন তিনি। তামিম খেলেছেন মাত্র ১০ বল, যেখানে ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে করেন ১৩ রান।
চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন না তামিম। দলের নেতৃত্ব দিচ্ছেন ইয়াসির আলী চৌধুরী। তবে তামিমের ব্যাটিং ব্যর্থতার সঙ্গে সঙ্গেই প্রথম ম্যাচে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপও প্রত্যাশা পূরণ করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তারা তোলে মাত্র ১৩২ রান। মুমিনুল হকের ২৭ রানের ইনিংসটি ছিল দলের পক্ষে সর্বোচ্চ।
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবলীলভাবে খেলতে থাকে রংপুর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান করেছে তারা।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিমের আগের ম্যাচ ছিল ২০২৩ সালের ৬ মে। সেদিন ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে তিনি ২৫ বলে ২২ রান করেছিলেন। প্রায় সাত মাস পর ফিরে জাতীয় ক্রিকেট লিগে তার ব্যাট হাসেনি। তবে তার ফিরে আসা ভক্তদের মাঝে আশার আলো জ্বালিয়েছে, যারা তার কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন।