বাগেরহাট প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের ডাকবাংলা মোড়স্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ পুস্পস্তবক অর্পণ করেন।
পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের স্মরণে গার্ড অব অর্নার প্রদান এবং রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ডাকবাংলা ঘাটস্থ বধ্যভূমিতে আয়োজিত আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং দেশের স্বাধীনতায় তাদের অবদানের কথা তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সাবেক সভাপতি এম এ সালামসহ অন্যরা।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করেন। তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। তাদের ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA