বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেন ড. ইউনূসের পুরো টিম: প্রেস সচিব
জাগো বাংলা / ২০ টাইম ভিউ
আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটি উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে লাখো জনতা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। ভোর থেকেই তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল হাতে হাজির হন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যা শহীদ বুদ্ধিজীবীদের লক্ষ্য ও আদর্শের ধারাবাহিকতা।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের হানাদার বাহিনীর দমন-নিপীড়নের পুনরাবৃত্তি আওয়ামী লীগ ২০২৪ সালে করেছে। ৭১-এ পাক হানাদাররা যেভাবে মানুষকে ধরে নিয়ে গিয়েছিল, তেমনই ঘটনা দেখা গেছে চলতি বছরের জুলাইয়ে।

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আজ সকাল থেকেই ছিল মানুষের ঢল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার আগমনের অনেক আগে থেকেই এলাকা লোকারণ্য হয়ে ওঠে। বিএনপি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা এবং নতুন প্রজন্মের তরুণেরা ফুল হাতে হাজির হন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

একজন তরুণ শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, আমাদের স্বাধীনতার পেছনে শহীদ বুদ্ধিজীবীদের অবদান অনস্বীকার্য। তাদের ত্যাগের মর্যাদা রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজকের তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকেই মানুষের স্রোত দেখা গেছে স্মৃতিসৌধে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগতদের হাতে ছিল নিজস্ব ব্যানার ও ফুল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেন, এর আগে ও পরে সাধারণ মানুষের ভিড় অব্যাহত থাকে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন দেশ গঠনের আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার বাণীতে বলেন,
গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।

রাজধানীর মসজিদ, মন্দির ও গির্জায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া, দিবসটির তাৎপর্য তুলে ধরে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা।

শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগকে স্মরণে রেখে জাতি আজ শপথ নিয়েছে, তাদের আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ