বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

সাংবাদিকদের স্বাধীনতায় সরকার এক ইঞ্চিও বাধা দেবে না: প্রেস সচিব
জাগো বাংলা / ২১ টাইম ভিউ
আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের স্বাধীনতায় অন্তর্বর্তী সরকার কোনো ধরনের বাধা দেবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, জুলাইয়ের ১৪ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত ভয়াবহ সময় আমরা পেরিয়েছি। এ সময় আমরা কার্যত ট্রমার মধ্যে ছিলাম। গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধ করতে যা ইচ্ছা তাই করা হয়েছে। কেউ কেউ সাংবাদিকতা করতে গিয়ে স্বৈরাচারের পক্ষপাতিত্ব করেছেন। গত ১৫টি বছর এভাবেই কেটেছে।

শফিকুল আলম বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো গণমাধ্যমকর্মী আহত হবেন না। সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা সংবাদপত্র মালিকদের বড় দায়িত্ব। মাঠপর্যায়ের সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করেন, কিন্তু মালিকপক্ষ তাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেন না।

তিনি আরও বলেন, কোনো প্রতিবেদককে যেন সুরক্ষা সরঞ্জাম ছাড়া সংবাদ কাভার করতে না হয়। বাংলাদেশের প্রতিটি ঘটনা যেন সাংবাদিকরা ঝুঁকিমুক্তভাবে কাভার করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করে প্রেস সচিব বলেন, আমাদের কাজ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করা। আমরা কোনো সাংবাদিকের স্বাধীনতায় এক ইঞ্চিও বাধা দেব না। এমন স্বাধীনতা এর আগে বাংলাদেশের ইতিহাসে হয়নি।

তিনি আরও বলেন, কেউ প্রমাণ করতে পারবে না যে আমরা কোনো প্রতিবেদনে হস্তক্ষেপ করেছি। কিছু মামলা হয়েছে, কিন্তু সেগুলোয় আমাদের কেউ জড়িত নয়।

সভায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করে গণমাধ্যমকে নতুন বাংলাদেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ