বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলায় মহান বিজয় দিবস পালিত
জাগো বাংলা / ১৫ টাইম ভিউ
আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

শেখ মোহাম্মদ আলী, বিশেষ প্রতিনিধি :

শরণখোলায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সুর্যোদয়ের সাথে সাথে শরণখোলা থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। সকল সরকারী ও বেসরকারী ভবন ও দোকান প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ শরণখোলায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শরণখোলা থানা পুলিশ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শরণখোলা সরকারী কলেজ, শরণখোলা প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, রায়েন্দা
সরকারী পাইলট হাইস্কুল, আর.কে.ডি.এস পাইলট হাইস্কুল, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠন শহিদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টায় উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৯নং সুন্দরবন সাবসেক্টরের যুদ্ধকালীন কমান্ডার এম আফজাল হুসাইন, যুদ্ধকালীন কমান্ডার ইয়াং অফিসার বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার প্রমূখ। বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মাঠে বিজয় মেলার আয়োজন করা হয়। এছাড়া বিকেল চারটায় বিজয় দিবস উপলক্ষ্যে শিশু কিশোরদের জন্য বলেশ^র নদীতে ফেরীতে করে নৌবিহারের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ