বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছেন এম এ এইচ সেলিম
জাগো বাংলা / ১৯ টাইম ভিউ
আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার পুরাতন বাজার মেহেদী কুঞ্জে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসাদুল হক। এছাড়াও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ মাহবুবুর রহমান টুটু, কৃষি বিষয়ক সম্পাদক মীনা মারুফুজ্জামান রনি, কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ নজরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নূরুল আমীন এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহবুবুল হক কিশোর, এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ প্রায় ১,৫০০ জনের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এই মহতী উদ্যোগের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সোনালী ইতিহাসকে স্মরণ করা হয় এবং মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে নির্বাচন করার ঘোষণা দেন। তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ