নিজস্ব প্রতিবেদক:
থাইল্যান্ডে ভ্রমণ সহজ করতে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার। রয়্যাল থাই দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বছরের ২ জানুয়ারি থেকে সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিরা এই ই-ভিসা সুবিধা ব্যবহার করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি পাসপোর্টধারীরা ১৯ ডিসেম্বর থেকেই এ সেবা গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে সরকারি পাসপোর্টে থাই ভিসার প্রয়োজন হবে না।
ই-ভিসা সেবার জন্য আবেদনকারীদের https://www.thaievisa.go.th ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর, নির্ধারিত ফি https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে থাই দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর, দূতাবাসের যাচাইকরণের জন্য পেমেন্ট ইনফো সামারিতে তথ্য দিতে হবে।
আবেদনের ১০ দিনের মধ্যে ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রার্থীরা এই ভিসা প্রিন্ট করে থাইল্যান্ডে প্রবেশের সময় ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন।
ই-ভিসা চালুর ফলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকায় অবস্থিত থাইল্যান্ডের ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে থাই দূতাবাস।
এই নতুন ব্যবস্থা ভ্রমণপ্রত্যাশীদের জন্য আরও সহজ এবং কার্যকরভাবে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA