বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে মাদক সম্রাজ্ঞী ডালিয়া ও সহযোগী গ্রেফতার
জাগো বাংলা / ২৬ টাইম ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের হাড়িখালীতে বিশেষ অভিযানে নওশীন পূরবী ওরফে ডালিয়া (৩০) নামে এক মাদক সম্রাজ্ঞী এবং তার সহযোগী শেখ ফরিদ (২৫) গ্রেফতার হয়েছেন। মধ্যরাতে বাগেরহাট মডেল থানার একটি দল এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্বদানকারী বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান।

গ্রেফতার হওয়া ডালিয়া বাগেরহাটের শরুই এলাকার আব্দুস সালাম শেখের মেয়ে এবং শেখ ফরিদ কুষ্টিয়া জেলার আলামপুর ইউনিয়নের শেখ মহিউদ্দিনের ছেলে।

বাগেরহাট মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে ইয়াবা সরবরাহকারী শেখ ফরিদকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, পরবর্তীতে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানের নেতৃত্বে আরও একটি দল অভিযান চালায়।

অভিযানে এসআই রফিক, এএসআই সরদার সাইফুল ইসলাম, এএসআই মইনুল, এসআই হানিফ, এসআই গৌতম এবং এএসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে অংশ নেন। অভিযানে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মো. সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মাদকের বিরুদ্ধে এমন পদক্ষেপ এলাকাকে নিরাপদ ও মাদকমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সবাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ