নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হলো জমকালো কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় শুরু হওয়া এই উন্মুক্ত কনসার্টে গান, আলো আর জনতার ঢল যেন পুরো এলাকায় এক উৎসবের আবহ তৈরি করে। রাত ১১টায় সমাপ্ত হওয়া কনসার্টে মাতোয়ারা হন লাখো দর্শক।
দেশের জনপ্রিয় ব্যান্ড নগরবাউল, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফারেন্ট টাচ, আর্ক এবং সোনার বাংলা সার্কাস মঞ্চ মাতায়। পাশাপাশি একক শিল্পীদের মধ্যে ছিলেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, আলম আরা মিনু, মনির খান, আসিফ আকবর, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
শুরুতে পরিবেশনা করেন নাসির খান। এরপর প্রীতম হাসান তার ‘খোকা’, ‘হাতে লাগে ব্যথারে’ ও ‘উরাধুরা’ গান দিয়ে দর্শকদের মাতান। পরবর্তী সময়ে কনকচাঁপা তার জনপ্রিয় গান ‘সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালোবাসায়’ পরিবেশন করেন।
মঞ্চ মাতান ইথুন বাবু ও মৌসুমী, যাঁরা ‘আমি মেজর জিয়া বলছি’ গান পরিবেশন করেন। এছাড়া মনির খান ‘চিঠি’ ও ‘প্রেমের তাজমহল’ গান গেয়ে দর্শকদের আবেগে ভাসান। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কণা ও ইমরান ‘তুমি ছাড়া বাঁচব না’সহ জনপ্রিয় গান পরিবেশন করেন।
রাত সাড়ে ৯টার দিকে মঞ্চে উঠেন নগরবাউল জেমস। তার দরাজ কণ্ঠে ‘মা’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘মীরাবাঈ’, এবং ‘আসবার কালে আসলাম একা’ গানগুলো পরিবেশন করে পুরো সড়ক জুড়ে তৈরি করেন এক অন্যরকম আবেগঘন মুহূর্ত।
জনস্রোতে এক পর্যায়ে ভেঙে পড়ে মিডিয়া কাভারেজ মঞ্চ। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন, যাদের মধ্যে যমুনা টেলিভিশনের আরেফিন শাকিলসহ ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, নিউজ২৪ ও মাছরাঙা টেলিভিশনের সাংবাদিকও রয়েছেন।
শিল্পীদের গানের সঙ্গে আতশবাজির রঙিন আলোকছটা মিলে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আকাশকে করে তোলে আরও মনোমুগ্ধকর।
বিএনপির উদ্যোগে সম্প্রতি গঠিত ‘সবার আগে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের উদ্যোগে এ কনসার্টের আয়োজন করা হয়। প্ল্যাটফর্মটির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, প্ল্যাটফর্মটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশীয় সংস্কৃতি এবং গানকে পুনর্জাগরণের লক্ষ্যে কাজ করবে।
গণমানুষের অংশগ্রহণ, দেশের জনপ্রিয় শিল্পীদের সুরের মূর্ছনা এবং আকাশজুড়ে আলোকিত আতশবাজির খেলা ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টকে বিজয় দিবসের এক অনন্য উদযাপনে পরিণত করেছে।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA