নিজস্ব প্রতিবেদক:
বিজয় দিবসকে ঘিরে যশোরের গদখালীতে গত তিন দিনে প্রায় তিন কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। এবার সব ধরনের ফুলের দাম বেশি পাওয়ায় সন্তুষ্ট চাষিরা। আবহাওয়া অনুকূলে না থাকায় উৎপাদন কম হলেও ফুলের চাহিদা বেশি থাকায় বাজার ছিল চাঙ্গা।
যশোর শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত গদখালী এলাকা দেশজুড়ে পরিচিত “ফুলের রাজধানী” হিসেবে। সূর্য ওঠার আগেই প্রতিদিন এই বাজারে ফুলচাষি, পাইকার ও মজুরদের হাঁকডাকে সরগরম হয়ে ওঠে।
চাষিরা ক্ষেত থেকে তোলা গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁধাসহ বাহারি ফুল নিয়ে আসেন এখানে। পাইকারদের মাধ্যমে এসব ফুল দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়।
বাজারে এবারের ফুলের দাম চাষিদের প্রত্যাশার চেয়ে বেশি ছিল। গাঁধা ফুল বিক্রি হয়েছে ৬০০-৭০০ টাকা ‘শ প্রতি। রজনীগন্ধা ১২০০ টাকা ‘শ প্রতি। গোলাপ ১০০০-১২০০ টাকা ‘শ প্রতি।
ফুল বিক্রেতারা জানিয়েছেন, গাঁধা ও রজনীগন্ধার চাহিদা ছিল সবচেয়ে বেশি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সব ধরনের ফুলের দাম ছিল বাড়তি।
ফুলচাষিরা জানিয়েছেন, বৃষ্টির কারণে আগের দুটি ফসল নষ্ট হয়ে যাওয়ায় ফুল চাষে বিলম্ব হয়েছে। তবে এবার ফুলের দাম ভালো পাওয়ায় আগের ক্ষতি কাটিয়ে ওঠার আশাবাদ করছেন তারা।
একজন ফুলচাষি বলেন, “দুইবার ফসলের ক্ষতি হলেও এবার ফুলের দাম বেশি পাওয়ায় আমরা লাভবান হচ্ছি। বাজার এমন থাকলে আমাদের আগের ক্ষতি পুষিয়ে যাবে।”
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম জানান, বৃষ্টির কারণে ফুলচাষিরা ক্ষতিগ্রস্ত হলেও বিজয় দিবস ঘিরে ফুলের ভালো বাজার দর চাষিদের আশার আলো দেখাচ্ছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, যশোরে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ১৫ ধরনের ফুল চাষ হয়। এবারের উৎপাদন কিছুটা কম হলেও দাম বেশি থাকায় চাষিরা লাভবান হয়েছেন।
বিজয় দিবস উপলক্ষে যশোরের গদখালীতে তিন দিনে তিন কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। চাষিদের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও বাজার এমন চাঙ্গা থাকলে তারা ক্ষতির ধকল কাটিয়ে লাভের মুখ দেখতে পারবেন।