মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
Headline
জাগো বাংলা টিভি’র চেয়ারম্যান শেখ শওকত আলী ও তার কন্যার সুস্থতায় দোয়া কামনা বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরণ জমির মালিকানা নিয়ে বিরোধ: ফৌজদারী মামলায় নিষ্পত্তি, তবুও দাবির অবসান নেই বাগেরহাট আদর্শ নূরানী মাদরাসায় শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারিমের ছবক প্রদান চিতলমারীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন জাতীয় পরিচয়পত্র জালিয়াতি মামলায় মোসারফ হোসেন মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর প্রবাসীর কোটি টাকার বাড়ি দখল: জালিয়াতকারী গ্রেপ্তার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: প্রধান উপদেষ্টা  বাগেরহাটে জামায়াত ইসলামের উদ্যোগে ভেড়িবাধ নির্মাণ কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০
বিজ্ঞপ্তি:
জাগো বাংলা চ্যানেল এর সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশসহ বহির্বিশ্বে সংবাদকর্মী নিয়োগ চলছে। বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী পুরুষ/মহিলা টেলিভিশন সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগ্যতা: ✅ উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ✅ বয়সসীমা ১৫ থেকে ৪০ হতে হবে। (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য) ✅ সৃজনশীল লেখালেখিতে দক্ষতা থাকতে হবে। ✅ চালাক ও সাহসী হতে হবে। ✅ উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে ✅ মিশুক মনের অধিকারী হতে হবে ✅ নেশা ও মাদক মুক্ত হতে হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন করুন। jagobanglaus@gmail.com
সাগরে মাছ সংকটে বিপাকে দুবলারচরের শুঁটকি জেলেরা
/ ১২৩ টাইম ভিউ
আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ

শেখ মোহাম্মদ আলী, বিশেষ প্রতিনিধি :

সাগরে মাছ সংকটে বিপাকে পড়েছেন দুবলারচরের শুঁটকি জেলেরা। গত ১৫দিন ধরে সাগরে জাল ফেলে তেমন কোন মাছ পাচ্ছেননা তারা। মাছ না পেয়ে জেলে মহাজনরা ব্যপক আর্থিক ক্ষতির সম্মূখীন হয়েছেন।

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণীঝড় “ফিনজালের” কারণে এরুপ পরিস্থিতি হতে পারে জেলেদের ধারনা। দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, গত ১৫দিন যাবৎ সাগরে জাল ফেলে কোন মাছ পাওয়া যাচ্ছেনা। মাছ না পেয়ে জেলেরা আর্থিক ক্ষতির সম্মূখীন হয়েছেন।

২/৩ ঘন্টা ট্রলার চালিয়ে সাগরের গভীরে গিয়েও জাল ফেলে মাছ পাওয়া যায়না । ট্রলারের তেল খরচের টাকাও উঠছেনা। গত ২৫/৩০ বছরের মধ্যে দুবলার শুঁটকি জেলেরা এমন মাছ সংকটে পড়েনি বলে তিনি জানান। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণীঝড় “ফিনজালের” কারণে এরুপ পরিস্থিতি হতে পারে বলে জেলেদের ধারনা বলে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন।

আলোরকোলের জেলে খুলনার পংকজ নাথ বলেন, সাগরের যে অবস্থা তাতে এবার তাদের লোকসান দিয়ে মহাজনের দেনা মাথায় নিয়ে বাড়ী ফিরতে হবে। শেলারচরের শুঁটকি জেলে মোঃ সোলায়মান বলেন, ৪০/৫০ বছর যাবৎ সাগরে মাছ ধরে তিনি শেলারচরে মাছ শুঁটকি করেন। কিন্তু এবারের মতো মাছ সংকট তিনি কখনো দেখেননি বলে মন্তব্য করেন।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, গত গোণে (মাছ ধরার সময়) দুবলার শুঁটকি জেলেরা সাগরে কোন মাছ পায়নি। ফলে জেলে ও মহাজনরা বিপুল অংকের আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছেন। বর্তমানে চরে মাছ শুঁকানোর খোলা ও মাচা মাছের অভাবে খা খা করছে।

জেলে পল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান ও শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদার বলেন, শুঁটকি জেলেরা সাগরে মাছ না পাওয়ায় তাদের রাজস্ব ঘাটতির আশংকা রয়েছে।

ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের সাবেক মৎস্য গবেষক ড.আনিসুর রহমান বলেন, সাগরে জলবায়ু তারতম্যের কারণে সাময়িকভাবে মাছ ধরা নাও পড়তে পারে। আরো কিছুদিন না দেখে সঠিক মন্তব্য করা যাবেনা।

এই বিভাগের আরো খবর
ফেসবুকে আমরা

Recent Comments

No comments to show.