বাগেরহাট প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটে যুব একতা সংস্থা আয়োজিত বর্ণাঢ্য র্যালি এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নিউ মার্কেটস্থ সংগঠনের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বাগেরহাট প্রেসক্লাবের সামনে এক পথসভায় মিলিত হন সংগঠনের নেতাকর্মীরা।
যুব একতা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. গোলাম মোস্তফা হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রুবেল হাওলাদার ও কোষাধ্যক্ষ মো. হাসান শেখ।
পথসভায় বক্তারা বলেন, মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি ধীরে ধীরে একটি জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বক্তারা যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ওপরও বিপর্যয় ডেকে আনে।
পথসভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. সুমন খন্দকার, মো. আলম হাওলাদার, রহিমা বেগম, মো. লিটন হাওলাদার, মো. দেলোয়ার হোসেন, মো. ফারুক মোল্লা, হাফেজ মো. আবু হানিফসহ অনেকে।
এ সময় বক্তারা "মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান" স্লোগানে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে সবাইকে সচেতন হতে হবে এবং মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নিতে হবে।
মাদককে না বলুন, সুন্দর জীবনের জন্য এগিয়ে চলুন" এই অঙ্গীকারের মাধ্যমে পথসভাটি শেষ হয়।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA