স্টাফ রিপোর্টার:
ভূমি ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে ভূমি মন্ত্রণালয় আয়োজিত একটি স্টেকহোল্ডার সেমিনারে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানিয়েছেন, অতীতে যেসব অবৈধভাবে বালুমহল ও লিজের নামে সরকারি জমি দখল করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। একই সঙ্গে, বর্তমানে কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তড়িৎ আইনি পদক্ষেপ নিতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমি ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনায় সংস্কারের মাধ্যমে হয়রানিমুক্ত, সচ্ছ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করা হচ্ছে।
সেমিনারে ছাত্র প্রতিনিধিরা ভূমি খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যার দিক তুলে ধরেন। তারা ভূমি নামজারি, হোল্ডিং নম্বর এবং ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে অনিয়ম দূর করার প্রস্তাব দেন। এছাড়া জোরপূর্বক দখলকৃত সরকারি সম্পত্তি দখলমুক্ত করা এবং ভূমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর সংস্কার কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
সেমিনারে ভূমি মন্ত্রণালয়ের বেশ কিছু উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে, ভূমি সংক্রান্ত আইন প্রণয়ন ও হালনাগাদকরণ,
ভূমির অধিকার ও স্বত্ব সংরক্ষণ, খাস জমি, অর্পিত, পরিত্যক্ত ও অন্যান্য সরকারি সম্পত্তির ব্যবস্থাপনা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, এবং ডাকযোগে পর্চা ও ম্যাপ সরবরাহ, অটোমেটেড ভূমিসেবার জন্য land.gov.bd প্ল্যাটফর্ম চালু।
ভূমি সিনিয়র সচিব বলেন, ভূমি সেবাকে হয়রানিমুক্ত ও নিরাপদ করতে সরকারি কর্মকর্তাদের আরও সৎ, দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে। তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনা একটি জটিল বিষয়, যেখানে অনেক পক্ষ জড়িত থাকে। ফলে সাধারণ জনগণের সুবিধা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সেমিনারে উপস্থিত ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইবরাহিমসহ অন্যান্য কর্মকর্তারা ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ আশা প্রকাশ করেন যে, সংস্কার কার্যক্রমের ফলে দেশের ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে, যা সাধারণ জনগণের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA