নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কড়াইল বস্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “আগুন লাগার খবর পাওয়ার পরপরই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব হয়নি।”
কড়াইল বস্তি রাজধানীর অন্যতম বড় বস্তি, যেখানে প্রায় তিন লাখেরও বেশি মানুষ বসবাস করে। গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপাড় এলাকায় এই বস্তি কয়েক দশক ধরে গড়ে উঠেছে। ফলে ঘনবসতিপূর্ণ এই এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। ঘনবসতি ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।
এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে স্থানীয়দের আশঙ্কা, আগুনে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।
কড়াইল বস্তি রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে অন্যতম। এখানে নিম্নআয়ের মানুষজন বাস করেন। বস্তিতে প্রায়ই বৈদ্যুতিক ত্রুটি, রান্নাঘরের অসাবধানতা বা গ্যাস লাইনের লিকেজের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। জনসাধারণকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং জরুরি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে। পরবর্তী আপডেট আসার সঙ্গে সঙ্গে বিস্তারিত জানানো হবে।