নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের পূর্বাচলে লেক থেকে কলেজছাত্রী সুজানার পর এবার তার বন্ধু শাহিনুর রহমান কাব্যের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পূর্বাচল ২ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাব্যের মরদেহ উদ্ধার করে।
কাব্য রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত বউবাজার এলাকার বাসিন্দা এবং আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। এর আগে মঙ্গলবার সকালে একই লেক থেকে তার বন্ধু ঢাকার ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুজানার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, মোটরসাইকেলের সঙ্গে পানির নিচে চাপা পড়া অবস্থায় কাব্যের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “মঙ্গলবার সকালে লেক থেকে সুজানার মরদেহ উদ্ধার করা হয়। পরে জানা যায়, তার সঙ্গে কাব্য নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। আজ সকালে কাব্যের মরদেহও একই লেক থেকে উদ্ধার করা হয়।”
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “তারা দুজন বন্ধু ছিল এবং মোটরসাইকেলে পূর্বাচলে ঘুরতে এসেছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, অতিরিক্ত গতির কারণে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।”
সুজানার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সুজানা। এরপর রাতে সে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার তার মরদেহ উদ্ধারের পর মোটরসাইকেলের সঙ্গে পাওয়া হেলমেটটি শনাক্ত করে কাব্যের পরিবার।
কাব্যের পরিবারের মতে, কিশোরটি সুজানার ঘনিষ্ঠ বন্ধু ছিল। সোমবার তারা পূর্বাচলে বেড়াতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, রাতেই তারা দুর্ঘটনার শিকার হয়।
পুলিশ জানায়, এটি প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে দুজনের মৃত্যু নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকলে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সুজানা ও কাব্যের এই অকাল মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে। পরিবার ও বন্ধুবান্ধব তাদের মৃত্যুতে শোকাহত। পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের মাধ্যমে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।